শিক্ষা বিভাগ সমূহ

জামি‘আ মানারুত তাওহীদ’-এর শিক্ষা বিভাগসমূহ
قسم تحفيظ القرآن الكريم
তাহফীযুল কুরআনিল কারীম বিভাগ
v প্রি-তাহফীযুল কুরআনিল কারীম v তাহফীযুল কুরআনিল কারীম v হিফয রিভিশন (তাসমী‘/শুনানী) v কুরআনুল কারীম ও তাজবীদ শিক্ষা কোর্স (অনলাইন) | v تعليم القرآن الكريم v تحفيظ القرآن الكريم v تسميع حفظ القرآن الكريم v تعليم القرآن الكريم والتجويد (عن بعد) |
قسم الدراسات الإسلامية
ইসলামী শিক্ষা বিভাগ
v তামহীদী (প্রাক-প্রাথমিক; শিক্ষাবর্ষ- ৩) [বয়স: ৪-৬] v ইবতেদায়ী (প্রাথমিক; ১ম থেকে ৫ম শ্রেণী) [বয়স: ৬-১১] v মুতাওয়াসসিতা (মাধ্যমিক; ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী) [বয়স: ১২-১৬] v সানাবিয়া (উচ্চ মাধ্যমিক; একাদশ ও দ্বাদশ শ্রেণী, পর্যায়ক্রমে) [বয়স: ১৭-১৮] v কুল্লিয়া (স্নাতক, পর্যায়ক্রমে ইনশাআল্লাহ) | v التمهيدية v الابتدائية v المتوسطة v الثانوية v الكلية |
قسم تعليم اللغة العربية لغير الناطقين بها
আরবী ভাষা শিক্ষা বিভাগ
v নিয়মিত v অনিয়মিত (কর্মজীবী ও বয়স্কদের জন্য) | v منتظم v غير منتظم ( للموظفين وكبار السن) |
قسم دورات الشهادات العلمية (عن بعد)
সার্টিফিকেট কোর্স বিভাগ (অনলাইন)
v আরবী ভাষা ও বিভিন্ন বিষয়ে ইসলামী শিক্ষা কোর্স | v تعليم اللغة العربية والعلوم الشرعية |
আমাদের শিক্ষাক্রম
জামি‘আ মানারুত তাওহীদ-এ মোট ৪টি বিভাগ রয়েছে, প্রতিটি বিভাগ একাধিক স্তরে বিন্যস্ত, যা নিম্নরূপ:
তাহফীযুল কুরআনিল কারীম বিভাগ:
প্রি-তাহফীযুল কুরআন (মক্তব ও নাযেরা) [বয়স: ৫ – ৭]
মাখরাজ, সিফাত ও মুখের কাইফিয়াতসহকারে আরবী বর্ণমালা উচ্চারণ এবং মাখরাজ, সিফাত ও তাজবীদ সম্পর্কে জ্ঞান অর্জন, দেখে দেখে বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত, নিয়মিত মাশকের ব্যবস্থা, হিফয প্রস্তুতী সম্পন্ন করা, তাজবীদ ও তারতীলের সাথে কুরআন তিলাওয়াত শেখানোর পর ফযিলতপূর্ণ বিশেষ বিশেষ সূরা ও দু‘আ মুখস্ত করানো। হিফয উপযোগী বা অনুপযোগী শিক্ষার্থী নির্ণয় করে হিফযের শিক্ষার্থী নির্ধারণ করা।
হিফয প্রস্তুতীর পাশাপাশি জেনারেল বিষয়সমূহ (আরবী, ইংরেজি, গণিত, হাদীস ও আকীদা) শ্রেণী ভিত্তিক পাঠদান। নিত্য প্রয়োজনীয় মাসনূন দু‘আ মুখস্ত ও আমলে প্রয়োগ করা; নিয়মিত তারবিয়াহ ও নাসীহাহ ক্লাসের মাধ্যমে নীতি-নৈতিকতা, পারিবারিক, সামাজিক মূল্যবোধ ও শিষ্টাচার শেখানোর ব্যবস্থা।
তাহফীযুল কুরআন [বয়স: ৭ – ১০] :
২ থেকে ৩ বছরের মধ্যে পূর্ণইয়াদের সাথে হিফয সম্পন্নের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অগ্রগতির লক্ষ্যে নিয়মিত রিপোর্ট সংরক্ষণ এবং অভিভাবকদের সাথে মতবিনিময়। মাখরাজ, সিফাত ও তাজবীদ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন, বাধ্যতামূলক সাপ্তাহিক সবিনা ক্লাস ও সবিনার পরীক্ষায় অংশগ্রহণ, নিয়মিত হদর প্রশিক্ষণ, মাসিক, ত্রি-মাসিক পরীক্ষা ও প্রতিযোগিতা আয়োজন, আন্তঃ মাদরাসা, জাতীয় হিফয-ক্বিরাআত প্রতিযোগিতায় অংশগ্রহণ। হিফয শুনানীর ব্যবস্থা। বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের শ্রেণী ভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান পাঠদান। এছাড়াও আরবী-ইংরেজি ভাষায় মৌলিক চারটি দক্ষতা (পড়া, লেখা, বুঝা ও বলা) বৃদ্ধির লক্ষ্যে পাঠ্য বইয়ের সাথে পৃথক শীট প্রদান ও পৃথক ক্লাসের ব্যবস্থা, ক্লাসে শিক্ষক ও ছাত্রদের মাঝে আরবী-ইংরেজি ভাষায় কথোপকথন ও পাঠদান নিশ্চিত করা, গ্রুপ ভিত্তিক বক্তব্য ও উপস্থাপনা শেখার ব্যবস্থা। এ বিভাগ কৃতিত্বের সাথে সম্পন্ন করে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ এবং একাডেমিক ক্লাস ধারাবাহিক ভাবে এগিয়ে যাওয়ার সুযোগ ইন-শা-আল্লাহ।
ইসলামী শিক্ষা বিভাগ:
১ম স্তর: তামহীদি (প্রি-প্রাইমারী) ৩ বছর, (প্লে, নার্সারী ও কে.জি) [বয়স: ৪–৬]
আরবী ও ইসলামী শিক্ষা
আরবী হরফের ক্ষেত্রে সঠিক ধ্বনি অনুযায়ী চিনতে, বলতে ও লিখতে পারবে; প্রত্যেক বর্ণ দিয়ে একাধিক শব্দ শেখা ও বাক্যে প্রয়োগ করা; ছবি দেখে আরবী শব্দ ও বাক্য বলতে শেখা; আরবী বর্ণসমূহে হারাকাত, সুকুন ও তাশদীদ যোগে উচ্চারণ এবং একাধিক বর্ণ যোগে শব্দ উচ্চারণ করা ও ক্রমান্বয়ে কুরআন দেখে দেখে পড়তে শুরু করা; অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকের তত্বাবধানে সূরা ফাতিহা অর্থসহ মোট ১৩টি সূরা (সূরা আসর থেকে সূরা নাস পর্যন্ত) মুখস্তের ব্যবস্থা; নিত্য প্রয়োজনীয় মাসনূন দু‘আ মুখস্ত ও আমলে প্রয়োগ করা; বিশুদ্ধ আকীদা সংশ্লিষ্ট বিষয় প্রশ্নোত্তরের মাধ্যমে শেখা: নিয়মিত তারবিয়াহ ও নাসীহাহ ক্লাসের মাধ্যমে নীতি-নৈতিকতা, পারিবারিক, সামাজিক মূল্যবোধ ও শিষ্টাচার শিক্ষার ব্যবস্থা।
প্রি-তাহফীয: তামহীদী ১ম ও ২য় (প্লে-নার্সারী) শ্রেণীতে কুরআন পাঠে সহায়ক কায়েদা সম্পন্ন করে তামহীদী ৩য় (কে.জি) শ্রেণী থেকে কুরআন (নাযেরা) পড়া, অতঃপর হিফয শুরু করা।
ইংরেজি: বর্ণের ক্ষেত্রে সঠিক ধ্বনি (Phonetics) অনুযায়ী চিনতে, বলতে ও লিখতে পারবে; প্রত্যেক বর্ণ দিয়ে একাধিক শব্দ শেখা ও বাক্যে প্রয়োগ করা; ছবি দেখে ইংরেজি শব্দ ও বাক্য বলতে শেখা; Short vowel, Long vowel, Word family, CVC word, Sight word ইত্যাদি ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে ছোট ছোট বাক্য পড়তে, লিখতে ও বলতে শেখা; Nameing word, Describing word, Action word, One and Many, Opposites word, Shapes, Magic e ইত্যাদির ধারণা পাবে।
বাংলা: বর্ণের ক্ষেত্রে সঠিক ধ্বনি অনুযায়ী চিনতে, বলতে ও লিখতে পারবে; প্রত্যেক বর্ণ দিয়ে একাধিক শব্দ শেখা ও বাক্যে প্রয়োগ করা; ছবি দেখে বাংলা শব্দ ও বাক্য বলতে শেখা; ফলা, কার, যুক্ত বর্ণ ইত্যাদি শিখে ক্রমান্বয়ে বাংলা রিডিং পড়তে শুরু করবে।
গণিত: গাণিতিক সংখ্যা ১ থেকে ১০০ বলতে ও লিখতে পারা ও তদুর্ধ্বে বলার ধারণা প্রদান, বাস্তব উপকরণের ভিত্তিতে গণনা, জোড়-বিজোড়, দুই সংখ্যার যোগ-বিয়োগ, স্থানীয় মান নির্ণয়, জ্যামিতিক আকার সমূহের প্রাথমিক ধারণা, দেশীয় মুদ্রা পরিচিতি ও গণনা ইত্যাদি।
এ বিভাগ কৃতিত্বের সাথে সম্পন্নকারী তাহফীযুল কুরআনিল কারীম অথবা ইবতেদায়ী ১ম শ্রেণীতে ভর্তি হতে পারবে (ইন-শা-আল্লাহ)।
২য় স্তর: ইবতেদায়ী (প্রাইমারী) ১ম থেকে ৫ম শ্রেণী (বয়স: ৬-১০)
আরবী ও ইসলামী শিক্ষা:
বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত, 3 পারা হিফয এবং ১ পারা অনুবাদ শেখা। মসজিদে নববী কর্তৃক প্রকাশিত নির্ধারিত বই থেকে অনুবাদসহ হাদীস পাঠ ও মুখস্ত, বিশুদ্ধ আকীদা শেখায় সালাফদের মানহাজ অনুসরণে স্বীকৃত বই পাঠ ও আকীদার বিষয়সমূহ দলীলসহ স্পষ্ট ধারণা প্রদান, ছবি দেখে আরবী শব্দ ও বাক্য বলতে শেখা; পরিস্থিতি অনুযায়ী আরবী ভাষায় প্রাথমিক কথা-বার্তা বলতে পারা, বিভিন্ন অডিও-ভিডিও আলোচনা শুনে উপলব্ধি ও বলার চেষ্টা, শ্রুতি লিখন, ক্লাসে শিক্ষক ও ছাত্রদের মাঝে আরবীতে কথোপকথন, কাওয়াইদ (গ্রামার) সম্পর্কে প্রাথমিক জানা-বুঝা ও ব্যবহার করতে শেখা, নিত্য প্রয়োজনীয় মাসনূন দু‘আ মুখস্ত ও আমলে প্রয়োগ করা; নিয়মিত তারবিয়াহ ও নাসীহাহ ক্লাসের মাধ্যমে নীতি-নৈতিকতা, পারিবারিক, সামাজিক মূল্যবোধ ও শিষ্টাচার শেখার ব্যবস্থা।
ইংরেজি ও সাধারণ শিক্ষা
বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের পাঠ্যক্রম অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, এছাড়াও ইংরেজি ভাষায় মৌলিক চারটি দক্ষতা (পড়া, লেখা, বুঝা ও বলা) বৃদ্ধির লক্ষ্যে পাঠ্য বইয়ের সাথে পৃথক শীট প্রদান ও পৃথক ক্লাসের ব্যবস্থা, ইংরেজি ক্লাসে শিক্ষক ও ছাত্রদের মাঝে ইংরেজি ভাষায় কথোপকথন ও পাঠদান নিশ্চিত করা, এছাড়াও ইংরেজি ভাষায় প্রজেক্ট ও গ্রুপ ভিত্তিক বক্তব্য ও উপস্থানা শেখার ব্যবস্থা, আন্তর্জাতিক বিশ্বে চলতে লেখা-পড়ার পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা প্রদান এবং হাতে কলমে শেখার ব্যবস্থা।
এ বিভাগ কৃতিত্বের সাথে সম্পন্নকারী মুতাওয়াসসিতাহ (মাধ্যমিক) ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে পর্যায়ক্রমে পরবর্তী শ্রেণী ভিত্তিক শিক্ষা অব্যাহত থাকবে (ইনশাআল্লাহ)।
৩য়, ৪র্থ ও ৫ম স্তর: মাধ্যমিক, পর্যায়ক্রমে উচ্চ-মাধ্যমিক ও স্নাতক কৃতিত্বের সাথে শিক্ষা সম্পন্নকারীদের ‘মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়’ সহ বর্হিবিশ্বে উচ্চতর শিক্ষা অর্জনের সুবর্ণ সুযোগ থাকবে, ইনশাআল্লাহ।
সার্টিফিকেট কোর্স বিভাগ:
সার্টিফিকেট (অনলাইন) কোর্স, সকল বয়সের শিক্ষার্থীদের জন্য
- এ কোর্সে মদীনা ইসলামী বিশ্ব বিদ্যালয় সহ দেশ-বিদেশ থেকে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষকমন্ডলী প্রদান করবেন।
- কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে যোগ্য শিক্ষকের অধিনে বিষয়ভিত্তিক ইসলামী জ্ঞান অর্জন।
- কৃতিত্বের সাথে সম্পন্নকারীদেরকে অনলাইন কোর্সের সার্টিফিকেট প্রদান।